পুকুরে মাছ চুরি করতে গিয়ে তড়িতাহত হয়ে এক যুবকের মৃত্যু ও তিন যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় দুর্গাপুরের মামড়া এলাকা শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযুক্ত মাছ ব্যবসায়ীর গুদামে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। বাইক, গাড়িতেও ভাঙচুর চালানো হয়। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নামানো হয়। জানা গেছে, দুর্গাপুরের মামড়ার পোদ্দার পুকুরে মাছ চুরি আটকাতে স্থানীয় মাছ ব্যবসায়ী বাপি সরকার পুকুরের চারদিকে বৈদ্যুতিক তার লাগিয়ে দেয়। শুক্রবার মধ্যরাতে মাছ চুরি করতে গিয়ে স্থানীয় চার যুবক তড়িতাহত হয়। ঘটনাস্থলেই জগন্নাথ দাস নামের এক যুবক মারা যায়। বাকি তিন যুবক কম বেশি আহত হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। জানা গেছে ভোলা কুন্ডু নামে এক যুবক গুরুতর আহত হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন বর্তমানে সুস্থ। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা মাছ ব্যবসায়ী বাপি সরকারের মাছের গুদাম আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় তার গাড়ি, বাইক। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে। কমব্যাট ফোর্স নামানো হয়। অভিযুক্ত বাপি সরকার কে আটক কর হয়েছে।