পুজোর বাজেট বাঁচিয়ে শিশুদের যানবাহনে যাতায়াত সুরক্ষিত করতে হেলমেট উপহার দিয়ে নজির স্থাপন করল কাঁকসার আন্তরিক পুজো কমিটি। সোমবার পুজো পর্ব শেষ হওয়ার মুহূর্তে মহিলাদের দ্বারা পরিচালিত আন্তরিক পুজো কমিটির সদস্যরা ৫০টি শিশুকে হেলমেট উপহার দেয়। পুজো কমিটির সদস্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন বাবা-মা অনেক সময় নিজেরা হেলমেট পরলেও পুজোর হৈ হুল্লোড় বা দৈনন্দিন জীবনে পথ চলতে গিয়ে শিশুদের সুরক্ষার বিষয়টি ভুলে যান। বাবা-মায়েদের সচেতন করতেই এই হেলমেট দান কর্মসূচি বলে জানান বৈশাখী দেবী। পুজো কমিটির এই উদ্যোগকে স্থানীয় মানুষজন সাধুবাদ জানান।
Like Us On Facebook