মাস্ক না পরা ও নাইট কার্ফু অমান্য করায় ৮৪ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। করোনা বিধি অমান্য করায় ২১ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে কেস রুজু করল পুলিশ। পুজো মিটতেই চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে বাসিন্দাদের মাস্ক না পরার প্রবণতা। সংক্রমণে লাগাম টানতে সোমবার থেকেই বর্ধমানের রাজপথে অভিযানে নামে পুলিশ। বাসিন্দাদের মাস্ক পরা ও করোনা বিধি মেনে চলা নিশ্চিত করতে শুরু হয়েছে জোর তৎপরতা।

বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই করোনা আক্রান্তের হদিস মিলছে। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ জন।বিশেষজ্ঞরা বলছেন, পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ভালোই ভিড় লক্ষ্য করা গেছে। তার ফলে সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আবার পুজোর সময় করোনা পরীক্ষাও তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। তাই পরীক্ষার সংখ্যা বাড়লে তার সঙ্গে তাল মিলিয়ে আক্রান্তের সংখ্যাও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে পোস্ট কোভিড বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের সংক্রমণ।

পুজোর দিনগুলিতে নাইট কারফিউ শিথিল ছিল। বর্ধমান শহরে রবিবার রাত থেকে সেই নাইট কারফিউ যাতে যথাযথভাবে কার্যকর হয় তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে পুলিশ, সেই সঙ্গে মাস্ক পরা নিশ্চিত করতে সোমবার বর্ধমানের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। একদিকে যেমন মাইকে প্রচার শুরু হয়েছে ঠিক তেমনই মাস্ক পরেননি এমন বাসিন্দাদের চিহ্নিত করা হচ্ছে।

ইতিমধ্যেই বর্ধমান থানার পক্ষ থেকে ৬৩ জনকে করোনা বিধি না মানা ও নাইট কার্ফু অমান্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ২১ জনকে গ্রেফতার করা হয়েছে মাস্ক না পরার জন্য। অন্যদিকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে নাইট কার্ফু অমান্য করার জন্য। এর মধ্যে মাস্ক না পরা ২১ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জেলাবাসী যাতে ঘরের বাইরে পা দিলেই মাস্কে মুখ ঢাকেন তা নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও জেলাজুড়েই বাসিন্দাদের মধ্যে এমন অনেকেরই দেখা মিলল যারা সঙ্গে মাস্ক রাখলেও তা মুখে লাগাচ্ছেন না। পুলিশ ধরলে তখন পকেট থেকে বেরিয়ে আসছে মাস্ক। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন এমন অনেক দৃষ্টান্ত মিলছে। তাই এখনও পরিষ্কার করে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও জনবহুল এলাকায় শারীরিক দূরত্ব বজায় রাখা জরুরি। এ ব্যাপারে বাসিন্দাদের পুনরায় সচেতন করতেই জেলা পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে যা আগামীদিনেও চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Like Us On Facebook