.
ডাকাতির আগেই ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। ডাকাত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করল। পূর্ব বর্ধমানের ভাতাড় থানার নাসিগ্রাম এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভাতাড়ের নাসিগ্রাম মোড় এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ভোজালি, রড, দড়ি ও শাবল। নাসিগ্রামেরই একটি পুরাতন রাইস মিলে তাদের ডাকাতির পরিকল্পনা ছিল বলে জানতে পারে পুলিশ। ধৃত উত্তম দাস (৩৫), মন্টু দাস (৫০), সন্ন্যাসী দাস (৪১) ও নব দাসের বাড়ি ভাতাড়ের নাসিগ্রামে। অপর ধৃত সঞ্জিত সাঁতরা (৩২)র বাড়ি কুলনগর এলাকায়। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
Like Us On Facebook