ছেলের হারিয়ে যাওয়া পেন্সিল বক্স উদ্ধার করতে স্কুলে এসে কুসংস্কারের বশীভূত হয়ে ছেলের সহপাঠীদের চালপোড়া খাওয়ানোর অভিযোগ এক অভিভাবিকার বিরুদ্ধে। মঙ্গলকোটের গোহগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। চালপোড়া খেয়ে অসুস্থ বোধ করায় ৪১ জন ছাত্র-ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল ভাতাড় স্টেট জেনারল হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। কিভাবে শিক্ষকদের নজর এড়িয়ে স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের চালপোড়া খাওয়ানো হল তা নিয়েই উঠছে প্রশ্ন।
জানা গেছে, মঙ্গলকোটের নিগন গ্রাম পঞ্চায়েতের গোহগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় একশোর বেশি। শুক্রবার স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র জাকির খানের পেন্সিল বক্স হারিয়ে যায়। সে বিষয়টি তার মা মরিয়ম বিবিকে জানায়। অভিযোগ, শনিবার স্কুল খুললে হঠাৎ করে স্কুলের মধ্যে হাজির হন জাকির খানের মা মরিয়ম বিবি। তিনি কিছু মন্ত্রপূত চাল নিয়ে আসেন এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের সেটা খাওয়ার জন্য বলেন। কারণ তাঁর অন্ধবিশ্বাস, মন্ত্রপূত চাল বা চালপোড়া খাওয়ালে যে পেন্সিল বক্স চুরি করেছে সে অসুস্থ হয়ে পড়বে এবং চোর ধরা পড়বে। প্রায় ৫০ জন পড়ুয়া চালপড়া খেয়ে ছিল। ঘন্টা খানেকের মধ্যে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এবং সেই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। শিক্ষকরা পড়ুয়াদের জিজ্ঞাসা করে চালপড়া খাওয়ার কথা জানতে পারেন। তড়িঘড়ি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে গিয়ে ভাতাড় হাসপাতালে ভর্তি করানো হয়। ৪১ জন ছাত্র-ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন ছাত্র গুরুতর অসুস্থ হলেও অধিকাংশ ছাত্র-ছাত্রীই আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?