দুর্গাপুরের বি-জোন এলাকায় শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনকে স্থানীয়রা ধরে ফেলেন। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম শেখ গফ্ফর, শেখ নসরুল, মোহাম্মদ আরমান আনসারী, ব্যাসন রুইদাস। অভিযুক্ত চার জনকেই শনিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় দুর্গাপুর থানা থেকে। জানা গেছে, ধৃত চারজন দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।

Like Us On Facebook