ভ্যাকসিন দেওয়ার পর ৬টি গরু গুরুতর অসুস্থ এবং ১৯টি গরুর মৃত্যু হল কাঁকসার সিলাম পুরের ঘোষ পাড়ায়। স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বেলা ১২ টা নাগাদ হেমোরেজিক সেপটিসেমিয়া ও ব্ল্যাক কোয়ার্টার রোগের ভ্যাকসিন দেন স্থানীয় এক বেসরকারি পশু চিকিৎসক। বহুবছর ধরে ঘোষ পাড়া সহ গোটা এলাকায় ওই চিকিৎসক পশু চিকিৎসা ও গরুর ভ্যাকসিন দিচ্ছেন বলে স্থানীয় মানুষ জানান। কখনও কোন বিপত্তি হয় নি। স্থানীয় মানুষজনের অভিযোগ, রবিবার হঠাৎ ভ্যাকসিন দেওয়ার পর একসঙ্গে পরপর গরু মারা যায় ও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলি ক্ষতিপূরণের দাবি তুলে স্থানীয় পঞ্চায়েতের কাছে দরবার শুরু করেছেন।
আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাণী সহায়ক মিলন মন্ডল বলেন, হেমোরেজিক সেপটিসেমিয়া ও ব্ল্যাক কোয়ার্টার রোগের ভ্যাকসিন দেওয়ার পর গরুগুলি অসুস্থ হয়ে পড়ে এবং কিছু গরুর মৃত্যু হয়। ভ্যাকসিনের বিষক্রিয়ায় গরুগুলি অসুস্থ ও মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গেছে, মৃত গরুগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর রিপোর্ট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমের কাছে গোটা বিষয়টি শুনে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন।