.

গত চারদিনে মেমারি থানার পালসিট পুলিশ ক্যাম্পে এক আধিকারিক সহ করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী। দু’দিন আগে ৭ জন করোনায় আক্রান্ত হন। আজ নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। ১৬ জনের মধ্যে এক আধিকারিক, ৬ জন পুলিশ কর্মী, ৭ জন সিভিক ভলান্টিয়ার ও একজন রাঁধুনি ও একজন ড্রাইভার আছেন। পালসিট পুলিশ ক্যাম্প ডিসইনফেকট করা হয়েছে। আপাতত পালসিট ক্যাম্পের সমস্ত কাজ মেমারি থানা থেকে পরিচালনা করা হচ্ছে।

Like Us On Facebook