কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গলসিতে। শনিবার সকালে আসকরন গ্রামের একটি পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় দু’জনকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গলসি থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত কিশোর-কিশোরীর নাম অভিজিৎ হাজরা (১৮) ও নিকিতা পোড়েল (১৬)। ভাতাড় থানার মাহাতায় বাড়ি অভিজিতের। সে গলসির কুরকুবা গ্রামে মামাবাড়িতে থেকে পড়াশুনা করত। নিকিতার বাড়ি গলসির রাধাবল্লভপুরে। দুজনেই গলসির বনসুজাপুর হাহস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয় অভিজিৎ ও নিকিতা। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় উভয় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত তাদের কোন হদিশ মেলেনি। শনিবার সকালে আসকরন গ্রামের মানুষজন মাঠে কাজে যাওয়ার সময় স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রণয়ঘটিত কারণেই অভিজিৎ ও নিকিতা আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। যদিও দুটি পরিবারের দাবি তাঁরা প্রেমের ব্যাপারে কিছুই জানতেন না।