কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেল এক যুবক। মৃতের নাম শ্রীকান্ত ক্ষেত্রপাল (২৭)। বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার উত্তরবাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে নির্মাণ কাজের জন্য শৌচাগার ভাঙা পড়ায় তিনি রবিবার বিকেলে রেললাইনের ধারে শৌচকর্ম করতে যাচ্ছিলেন। তিনি কানে মোবাইলের হেডফোন লাগিয়ে যাচ্ছিলেন। শক্তিগড় স্টেশনের কাছে রেল লাইন পারাপার করার সময় একটি মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়েন শ্রীকান্ত ক্ষেত্রপাল। কানে হেডফোন থাকায় তিনি মালগাড়ি আসার আওয়াজ শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা বলে জানা গেছে। খবর পেয়ে জিআরপি কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook