প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়ের বাড়ির লোকজন পিটিয়ে খুন করল প্রেমিককে। নিহতের নাম সুব্রত হালদার (২১)। বাড়ি নদিয়ার কালিগঞ্জের মাটিয়ারী গ্রামে।
মৃতের দাদা অমিত হালদার জানিয়েছেন, কাঁসা-পিতলের মিস্ত্রী সুব্রত হালদারের সঙ্গে পাশের গ্রাম ফরিদপুরের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি তা জানাজানি হয়। এই সম্পর্ক মানতে চাননি মেয়ের বাড়ির লোকজন। তা নিয়ে চাপা অসন্তোষ চলছিলই। এরই জেরে গত সোমবার দুই বন্ধু তন্ময় ঘোষ, বলরাম ঘোষকে নিয়ে সুব্রত তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। মেয়ের বাড়ির লোকজন জানতে পারলে তারা সুব্রতকে ধরে বেধড়ক পেটায়। মারধর করা হয় অপর দুই বন্ধুকেও। আশঙ্কাজনক অবস্থায় সুব্রতকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক সুব্রতকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মেয়ের বাড়ির ৫ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। নদিয়া জেলার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।