Home Burdwan বনপাশে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যুবনপাশে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যুBy BDC News Desk - July 10, 2017FacebookWhatsAppTwitterLinkedinEmail আউশগ্রামের বনপাশ স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হল। মৃতের নাম হেমন্ত দাস। বনপাশের কামারপাড়ায় তাঁর বাড়ি। তিন ধর্মরাজ পুজো উপলক্ষে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শনিবার বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।Like Us On Facebook