বিবাদের জেরে প্রতিবেশীকে রামদা দিয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায়। রবিবার বিশাল বিশ্বাস নামের স্থানীয় এক যুবককে অন্য এক যুবক রামদা নিয়ে অক্রমণ করে বলে অভিযোগ। আহত বিশালকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিশালের পরিবারের অভিযোগ, পাড়ার এক যুবক নানা অসামাজিক কাজ করায় বিশাল তার প্রতিবাদ করে। এর ফলে ওই যুবক বিশালকে রামদা দিয়ে কোপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার পরই অভিযুক্ত গা-ঢাকা দিয়েছে। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের পরিবার জানিয়েছে, বিশাল আমাদের পরিবারের এক সদস্যকে নিয়ে কটুক্তি করলে ঝামেলার সূত্রপাত।
Like Us On Facebook