বহুজাতিক ওয়াটার ফিল্টার কোম্পানির লোগো লাগিয়ে নকল যন্ত্রাংশ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা দুর্নীতি দমন শাখা ও বর্ধমান থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে বহুজাতিক ওয়াটার ফিল্টার কম্পানির নকল লোগো লাগানো যন্ত্রাংশ। ধৃতের নাম লক্ষ্মণ প্রসাদ।ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৬৯,২৭২,১২০বি ও ৪২০ ধারায় এবং কপিরাইট অ্যাক্টের ৬৩ ও ৬৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

জেলা দুর্নীতিদমন শাখা ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের বড়বাজার এলাকায় একটি দোকানে বহুজাতিক সংস্থার আধিকারিকদের নিয়ে অভিযান চালায় জেলা দুর্নীতি দমন শাখা ও বর্ধমান থানার পুলিশ। অভিযানে প্রচুর পরিমাণে নকল যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং নকল যন্ত্রাংশ বিক্রির অভিযোগে দোকান মালিক লক্ষ্মণ প্রসাদকে গ্রেফতার করা হয়।

Like Us On Facebook