মাদক থেকে ছেলেকে মুক্তি দিতে কলকাতা ছেড়ে বর্ধমানের একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েও শেষ রক্ষা হল না অভিভাবকদের। মঙ্গলবার রাত্রে শেষ পর্যন্ত তীব্র হতাশার জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হল অনুরাগ দুবে নামে (১৬) অষ্টম শ্রেণীর এক ছাত্র। মাদকাসক্ত হওয়ার জন্য ধারাবাহিক পড়াশোনা থেকে তাকে বেড়িয়ে আসতে হয়েছিল।
মৃতের মা কলকাতার বাসিন্দা পায়েল দুবে জানিয়েছেন, অনুরাগ কলকাতার একটি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করত। কিন্তু তখনই সে মাদকাসক্ত হয়ে পড়ে। একইসঙ্গে সে তীব্র হতাশায় ভুগতে থাকে। এরপর তাকে বর্ধমানের কালনা রোডের এগ্রিকালচার ফার্ম লাগোয়া একটি নেশামুক্তি কেন্দ্রে রাখা হয়। একইসঙ্গে বর্ধমানের একটি ইংরাজী মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীতে তাকে ভর্তিও করে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, প্রতিদিনই বেলা ৩টে নাগাদ ওই নেশা মুক্তি কেন্দ্রের আবাসিকদের কাউন্সেলিং করা হয়। যথারীতি মঙ্গলবার সেই কাউন্সেলিং-এ হাজিরও হয় সে। কিন্তু এরপর এই কেন্দ্রের বারান্দায় তার ঝুলন্ত দেহ দেখতে পান কেন্দ্রের কর্মীরা। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যে নাগাদ তার মৃত্যু হয়। মৃতের পরিবারের লোকজনদের প্রাথমিক অনুমান চলতি সময়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। অনুরাগেরও মাধ্যমিক দেবার কথা ছিল। কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ায় ধারাবাহিক পড়াশোনা থেকে তাকে সরে আসতে হয়। এই ঘটনায় সে আরও মানসিক হতাশায় ভুগতে থাকে। সম্ভবত সেই হতাশার জেরেই সে আত্মঘাতী হয়েছে।