রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান পুরসভার উদ্যোগে বুধবার থেকে চালু হল ‘রৌদ্র-বৃষ্টি’ নামে একটি বিপণন কেন্দ্র। রাজ্য সরকারের অত্যাবশ্যকীয় পণ্য নিগমের সহায়তায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয় করে বর্ধমান শহরের হকার্স মার্কেটে এই কেন্দ্রের উদ্বোধন করলেন বর্ধমান পুরসভার পুরপতি ডা. স্বরূপ দত্ত। হাজির ছিলেন পুরসভার একঝাঁক কাউন্সিলরও।

রাজ্য সরকার ন্যায্য মূল্যে ওষুধ পাওয়ার জন্য বিভিন্ন হাসপাতালে ‘ফেয়ার প্রাইস’-এর দোকান চালু করেছেন। ওষুধের পরে এ বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিটি পুরসভায় ‘রৌদ্র-বৃষ্টি’ নামের দোকান তৈরি করে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হবে। এদিন বর্ধমান পুরসভার রৌদ্র-বৃষ্টি নামের বিপণন কেন্দ্রের উদ্বোধন করে পুরপতি জানিয়েছেন, রাজ্যের মধ্যে বর্ধমান পুরসভাই প্রথম এই বিপণন কেন্দ্র চালু করল। এর আগে কলকাতার বিধাননগর কর্পোরেশনের অধীন এই ধরণের কেন্দ্র চালু হয়েছে। এখানে বাজার থেকে ২০ থেকে ৩০ শতাংশ ছাড়ে নিত্য ব্যবহার্য জিনিস কিনতে পারবেন সাধারণ মানুষ। বিপণন কেন্দ্র খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। থাকছেন পুরসভার ৬জন কর্মীও।

Like Us On Facebook