পুরভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বর্ধমান শহর জুড়েও শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। আর পুরভোট আসার আগেই বর্ধমান পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ এক যুবক। ধৃতের নাম প্রভাত চন্দ্র। বাড়ি বর্ধমান শহরের লোকো আমবাগান এলাকায়।
বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অতনু ঘোষাল জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বর্ধমানের নবাবহাট এলাকায় পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি চারচাকা গাড়ি থেকে আটক করা হয় প্রভাত চন্দ্রকে। তাঁর কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং একটি ওয়ান শর্টার পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ধৃতের বাড়ি থেকে ৯ টি তাজা বোমাও উদ্ধার করেছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম্বস্কোয়াডকে। কি কারণে এবং কোথা থেকে এই অস্ত্র ওই ব্যক্তির কাছে এল তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook