সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির জেরে ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় ৩ জন কৃষক আত্মঘাতি হয়েছেন বলে দাবি করে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল অল ইন্ডিয়া কৃষক ক্ষেতমজুর সংগঠনের বর্ধমান জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কালনা এবং রায়নায় মোট ৩ জন কৃষক চাষে ক্ষতির জন্য আত্মঘাতি হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কেউ দেখা করেননি বলে এদিন তাঁরা অভিয়োগ করেছেন। সোমবার এই সংগঠনের পক্ষ থেকে রায়নায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন একটি প্রতিনিধিদল। পরে জেলাশাসকের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া সহ ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এআইকেকেএমএসের রাজ্য কমিটির সদস্য দনা গোস্বামী, পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি অরবিন্দ সাহা, সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। এদিন অবিলম্বে মৃত কৃষক পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান, সমস্ত কৃষকের কৃষিঋণ মকুব করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সস্তায় আলু বীজ সহ চাষের সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করা, সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের বকেয়া বিদ্যুৎ বিল মকুব করা, সারের কালোবাজারি বন্ধ করা, ক্ষেতমজুরদের সারা বছর ২০০দিন কাজ দেওয়ার দাবি জানানো হয়েছে।

Like Us On Facebook