নিজেকে একটি চ্যানেলের মেকআপ আর্টিস্ট পরিচয় দিয়ে বর্ধমান শহরের বিধানপল্লীর এক যুবতীর সঙ্গে আলাপ জমিয়ে পরে ওই যুবতীকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। জানা গেছে, ধৃত যুবকের নাম সুদীপ দাস। বাড়ি বর্ধমান শহরের কালনা গেটের জামতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি চ্যানেলের মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিয়ে বর্ধমানের বিধানপল্লীর এক যুবতীর সঙ্গে আলাপ জমায় সুদীপ। পরে ওই যুবতীর ফোন নম্বর সংগ্রহ করে তাঁকে বারবার ফোনে বিরক্ত করতে থাকে বলে অভিযোগ। ওই যুবতী ফোন ধরা বন্ধ করে দিলে হোয়াটসঅ্যাপে পুলিশের পোশাক পরা নিজের ছবি পাঠিয়ে ভয় দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয় সুদীপ। তাতে রাজি না হওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি ও ফোনে গালিগালাজ করা হয় বলে ওই যুবতীর অভিযোগ। এরপর ওই যুবককে ধরে উচিৎ শিক্ষা দিতে যুবতী ও তাঁর আত্মীয়-বন্ধুরা ফাঁদ পাতেন। শুক্রবার সন্ধ্যায় ওই যুবতী বাদামতলা এলাকার একটি শপিংমলের সামনে সুদীপকে আসতে বলেন। সুদীপ সেখানে এলে ওই যুবতীকে উত্যক্ত করার কারণ জানতে চেয়ে চলে চড়-থাপ্পড় সহ বেধড়ক মারধর। এরপর ষুদীপকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার সুদীপকে বর্ধমান আদালতে তোলা হয়। যদিও সুদীপ নিজেকে নির্দোষ বলেছেন।