আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রাঙামাটিয়া গ্রিনপার্ক এলাকায় নিখোঁজ বৃদ্ধা নিয়তি সাহার (৬৫) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। মৃতার দুই ছেলেকে আটকে করে জিজ্ঞাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ছোট ছেলে বিশ্বনাথ সাহাকে গ্রেফতার করে শুক্রবার আসানসোল কোর্টে তোলে। বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, স্বামীর মৃত্যুর পর নিয়তিদেবী ওই বাড়িতে একাই থাকতেন। বড় ছেলে, অশোক সাহা আসানসোলে থাকেন। তাঁর দাবি, তিনি বুধবার সকাল থেকে মাকে ফোনে না পেয়ে ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু জানেননা বলে জানিয়ে দেন। এরপর অশোকবাবু তাঁর এক বন্ধুকে ওই বাড়িতে পাঠান মায়ের খোঁজ নিতে। তিনি গিয়ে দেখেন বাড়ি তালাবন্ধ। বৃহস্পতিবার অশোকবাবু রূপনারায়ণপুরের বাড়িতে আসেন। সেখানে প্রতিবেশীদের কাছে মায়ের ব্যাপারে খোঁজখবর করেন। এরপর মায়ের নিখোঁজের কথা পুলিশকে জানান। পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় নিয়তিদেবীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মায়ের পেনশনের টাকা ও সম্পত্তি নিয়ে বিবাদ সহ কিছু পারিবারিক কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। যদিও খুনের কথা অস্বীকার করেছে বিশ্বনাথ সাহা।

Like Us On Facebook