শুক্রবার সকাল ৯টা নাগাদ কাটোয়া-বর্ধমান লোকাল থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে জ্ঞান হারালেন এক যুবতী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতায় পাঠানো হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই যুবতীর নাম জবা দাস। তাঁর বাড়ি হাওড়ার বালি থানার ৪৭, মহেন্দ্র বাগচী রোড এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কাটোয়া-বর্ধমান লোকাল ৮নং প্ল্যাটফর্মে এলে ওই গাড়ি থেকে নামতে গিয়ে তিনি প্ল্যাটফর্মে পড়ে গিয়ে জ্ঞান হারান। খবর পেয়েই রেল পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসঙ্গে ওই যুবতীর সঙ্গে থাকা আধার কার্ড থেকে তাঁর বাড়ির লোকেদের সঙ্গেও যোগাযোগ করা হয়। খবর পেয়েই বাড়ির লোকজন বর্ধমানে চলে আসেন। ভাল চিকিৎসার জন্য এরপরই ওই যুবতীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
Like Us On Facebook