বর্ধমানের বাবুরবাগ এলাকায় এক চিকিৎসকের বাড়ি থেকে চুরি যাওয়া নগদ টাকা, সোনার অলঙ্কার সহ কয়েক লক্ষনগদ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনার প্রায় ২ মাসের মাথায় পুলিশ এই বিপুল পরিমাণ নগদ ও সোনার গহনা উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা হয়েছে নগদ ৯ লক্ষ ৫২ হাজার ৩৫০ টাকা ও প্রায় ৫২ গ্রাম সোনার গহনা।
পুলিশ সূত্রে জানা গেছে, হুগলীর ত্রিবেণীর বাসুদেবপুরের বাসিন্দা পেশায় ডাক্তার সন্দীপ কুমার দাস বর্তমানে কর্মসূত্রে বর্ধমানের ২৭ নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় বসবাস করেন। গত ৯ অক্টোবর বাবুরবাগের বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় ৩০ লক্ষ টাকা ও ১৭ ভরি সোনার গহনা চুরি যায় বলে তিনি বর্ধমান থানায় অভিযোগ করেন। এরপরই তদন্তে নেমে বোলপুরের গয়েশপুর ক্যানেলপার এলাকা থেকে মীর বাদশা ওরফে বিকি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশী হেফাজতে নিয়ে মীর বাদশাকে জিজ্ঞাসাবাদের পর একাধিক এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৯ লক্ষ ৫২ হাজার ৩৫০ টাকা ও প্রায় ৫২ গ্রাম সোনার গহনা। উদ্ধার হওয়া সোনার গহনা ও টাকা আদালতের নির্দেশক্রমে সন্দীপ কুমার দাসকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক (২) রাকেশ কুমার চৌধুরী। বাকি টাকা ও গহনার সন্ধান পেতে পুলিশ ধৃতকে নিয়ে তদন্ত শুরু করেছে।