File Photo

শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সের তৃতীয় সেমিস্টারের সমাজবিদ্যার পরীক্ষা দিতে গিয়ে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে অর্থনীতির প্রশ্ন পায়। যদিও অর্থনীতির প্রশ্ন পত্রের উপর লেখা ছিল সমাজবিদ্যা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ছাত্র-ছাত্রীরা অর্থনীতির প্রশ্নের উত্তর লিখতে শুরু করে দেয়। পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। এরপর ছাত্র-ছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের সঙ্গে যোগাযোগ করলে এই মারাত্মক ত্রুটির কোন সদুত্তর মেলেনি। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মধ্যে সোরগোল পড়ে যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য সোমবার একটি তদন্ত কমিটি গঠন করতে চলেছেন, কি কারণে এই ঘটনা ঘটল তা জানতে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় বোলপুর, রাজবাঁধ ও দুর্গাপুরের তিনটি কলেজ থেকে মোট ১৫০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন। ছাত্র-ছাত্রীরা জানান অর্থনীতির পরীক্ষা আগেই হয়ে গিয়েছিল, সেই প্রশ্ন পত্রই আজ পুনরায় দেওয়া হয়। বিষয়ের জায়গায় অর্থনীতির বদলে সমাজবিদ্যা লেখা ছিল। এই ঘটনার ফলে ছাত্র-ছাত্রীরা চরম হয়রানির শিকার হয়।