বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার অল ইণ্ডিয়া আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আসানসোলের বিএনআর মোড় থেকে বার্ণপুরের সম্প্রীতি ভবন পর্যন্ত একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়৷ পদযাত্রা শেষে সম্প্রীতি ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়৷
এদিন সম্প্রীতি ভবনের সেমিনারে অংশগ্রহণ করেন অলচিকি ভাষার সাহিত্যিক দুর্গাদাস সোরেন, নিত্যানন্দ হেমব্রম (ভারত জাকাত মাঝি পারগানা মহলের দিশম পারগানা) ও আদিবাসী কোড়া সমাজের রাজ্য সম্পাদক বিশ্বনাথ কোড়া সহ আরও অনেকে৷ এদিনের আলোচনা চক্রে বর্তমান পরিস্থিতিতে আদিবাসীরা জল, জঙ্গল ও জমির অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ার সমস্যাগুলি আলোচিত হয়৷ পাশাপাশি জামুড়িয়া অঞ্চলেও আদিবাসীদের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রা বের করা হয়৷ যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন সহ আরও অনেকে ৷
Like Us On Facebook