বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে বুধবার পানাগড় নাগরিক মঞ্চের উদ্যোগে এবং কাঁকসা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন দূষণের বিরুদ্ধে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে এসে শেষ হয়। পদযাত্রায় পা মেলান কাঁকসার বিডিও অরবিন্দ বিস্বাস সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এবং নাগরিক মঞ্চের সদস্যরা সহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ কারণ বশত সেই দিন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয় নি। সেই জন্য আজ, বুধবার পানাগড় নাগরিক মঞ্চের উদ্যোগে এবং কাঁকসা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে এদিন কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ করা হয়।