বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে গোটা বিশ্ব কাঁপছে ফুটবল জ্বরে। বিশ্বজুড়ে আর্জেন্টিনা না ফ্রান্স, মেসি না এমবাপে এই নিয়ে দুই দলের সমর্থকদের তরজাও তুঙ্গে। পিছিয়ে নেই শহর বর্ধমানও। বর্ধমানের ৪ নং ওয়ার্ডের ‘খেলা হবে’ উদ্যানে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ জায়ান্ট স্ক্রীনে দেখার ব্যবস্থা করা হয়েছে পৌষালী উৎসব কমিটির পক্ষ থেকে। দুপুর থেকেই মাঠে পতাকা হাতে, প্রিয় দলের পতাকার রঙে নিজেদের রাঙিয়ে হাজির দুই দলেরই সমর্থকরা। মেসি না এমবাপে এই নিয়ে প্রতি মুহূর্তে চলছে দুই দলের সমর্থকদের মধ্যে তরজা।
পৌষালী উৎসব কমিটির সম্পাদক, নুরুল আলম জানিয়েছেন। একই সাথে এলাকার প্রায় ৩০০ জন ফুটবলপ্রেমী বসে এখানে জায়ান্ট স্ক্রীনে খেলা দেখবেন। দুই দলের সমর্থকরাই এখানে উপস্থিত থাকবেন। স্বভাবতই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যে একটা আলাদা উন্মাদনা তৈরি হবে একথা বলার অপেক্ষা রাখেনা। তবে শুধু খেলা দেখাই নয়, খেলা চলাকালীন যেমন চা, কফি ও স্ন্যাকসের আয়োজন থাকবে তেমনই থাকবে রাতে আহারের ব্যবস্থাও।
ইউরোপের ফ্রান্স নাকি লাতিন আমেরিকার আর্জেন্টিনা, এমবাপে না মেসি কে জিতবে তা সময়ই বলবে, কিন্তু বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে যে গোটা বিশ্বের সঙ্গে শহর বর্ধমানও ফুটবল জ্বরে আক্রান্ত সে কথা বলার অপেক্ষা রাখে না।