বর্ধমান পুরসভার প্রায় এক হাজার অস্থায়ী কর্মী তাঁদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হলেন। সোমবার পুরসভার নির্বাহী আধিকারিকের ঘরের সামনে তাঁরা ধর্ণা বিক্ষোভে বসেন। অস্থায়ী কর্মীদের অভিযোগ, ১৫ জুলাই অস্থায়ী কর্মীদের সরকারিভাবে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু বর্ধমান পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মীদের সেই নির্দেশিকা মেনে বেতন দেওয়া হচ্ছে না।

অস্থায়ী কর্মীরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা যে বেতন পান তাতে সংসার চলে না। এর আগেও তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বর্ধমান পুরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। কিন্তু এখনও কোন সুরাহা মেলেনি। কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন সেক্টরে অস্থায়ী কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছেন। কিন্তু তারপরেও বর্ধমান পুরসভায় সেই নির্দেশ কার্যকরী হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন।

এ ব্যাপারে পুরসভার এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ জানিয়েছেন, বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তাতে স্পষ্ট নয় পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হবে কি না, তবে বিক্ষোভের ব্যাপারটি প্রশাসককে জানানো হয়েছে। আমরা উর্দ্ধতন কতৃপক্ষকে বিশদে জানার জন্য চিঠি পাঠাচ্ছি।

Like Us On Facebook