এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের বিজয়রাম মালিরগড় এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কার্তিক ঘোষ( ৩০)। তাঁর বাড়ি বর্ধমানের ভোতারপাড় ক্যানেলপাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিক ঘোষ কর্মসূত্রে জামসেদপুরে থাকতেন। মাস দুয়েক আগে তিনি বাড়ি এসেছিলেন। রবিবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সন্ধ্যায় গরু চড়াতে গিয়ে কয়েকজন বিজয়রাম মালিরগড় এলাকায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ আছে। প্রাথমিক ভাবে কেউ বা কারা তাঁকে খুন করেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook