বেসরকারি কারখানায় মাসে ২৬ দিন কাজের দাবিতে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ৷ আসানসোলের এথোড়া গ্রাম সংলগ্ন দেবযানী ফুড ইণ্ডাস্ট্রীস লিমিটেডের ঘটনা৷
সোমবার সকালে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন তিনশ জন শ্রমিক৷ তাঁদের দাবি, আগে মাসে ২৬দিন কাজ পাওয়া গেলেও পরে তা কমিয়ে ১২দিন এবং তারপর আরো কমিয়ে দেওয়া হয়৷ এরফলে মাসে তারা বেশিরভাগ দিন কাজ পাচ্ছেন না ৷ এছাড়াও কাজ পেলে তাদের ৮ ঘন্টারও বেশি সময় কাজ করতে হয় ৷ তাই ৮ ঘন্টা কাজ ও মাসে ২৬ দিন কাজের দাবিতে তাদের এই বিক্ষোভ৷ যদিও কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি৷
Like Us On Facebook