পান্ডবেশ্বরে ইসিএলের খোট্টাডিহি কোলিয়ারির ২নং পিটে কর্মরত অবস্থায় খনির গহ্বরে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে ইসিএল কার্যালয়ে মঙ্গলবার শ্রমিকরা বি়ক্ষোভ দেখান। মৃতের নাম চৌথি গোপ (৫১)। তিনি খনির ডিলার ছিলেন।

সহকর্মীরা মৃত শ্রমিকের পোষ‍্যকে অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি জানান। একই সঙ্গে খনির গহ্বরে শ্রমিকের রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করতে কমিটি গঠন করে তদন্তের দাবি জানান শ্রমিকরা। জানা গেছে, ইসিএল কর্তৃপক্ষ তড়িঘড়ি চিকিৎসকদের একটি দল খনিগহ্বরে পাঠিয়ে কারণ অনুসন্ধান করে। যদিও শ্রমিক মৃত্যু নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করতে চাননি ইসিএল আধিকারিকরা।

Like Us On Facebook