পানাগড় হিন্দি হাইস্কুলের পিছনে একটি ভাড়া বাড়ি থেকে এক মাঝ বয়সি মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার।
জানা গেছে, মৃত মহিলার নাম মালতি মোদী( ৪০)। স্বামীকে ছেড়ে পরমেশ্বর রাম নামের এক ব্যক্তির সঙ্গে গত ছয় বছর ধরে থাকতেন মালতিদেবী। বৃহস্পতিবার পড়শিরা ফাঁকা ঘরে মৃত অবস্থায় উদ্ধার করেন মালতিদেবীকে। পড়শীরা জানান মালতিদেবীর নাক ও মুখ দিয়ে রক্তপাতের চিহ্ন ছিল। পড়শীরা কাঁকসা থানায় খবর দিলে পুলিশ মালতিদেবীর সঙ্গীকে আটক করে এবং পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook