জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে ২০ নভেম্বরের পর বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজার, তেঁতুলতলা বাজারে পাইকারি বাজার বসবে না। বসতে পারবে না পাইকারি ফল ও সব্জীর বাজার। তারই প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল রাণীগঞ্জ বাজার ফল ও সব্জী পাইকারি সংগঠন।

তাঁদের দাবি রেল সেতু পেরিয়ে কালনা গেটের সরকারি কৃষি খামারে অবস্থিত কিষাণ মাণ্ডিতে সব্জী নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ গাড়ি বা ভ্যান ভাড়া এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। তাঁরা চাইছেন কিষাণ মাণ্ডিতে নয় জাতীয় সড়কের পাশে কোথাও জায়গা দেওয়া হোক বরং সেখানে তাঁরা পাইকারি বাজার বসাবে।

.

Like Us On Facebook