শনিবার দিনভর বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল বর্ধমান শহরের বিভিন্ন রাস্তাঘাট। এদিনের বৃষ্টিতে বাহির সর্বঙ্গলাপাড়া, সুভাষপল্লী, বাজেপ্রতাপপুর, কেশবগঞ্জ চটি, পার্কাসরোড সহ শহরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়ে পড়ে। ড্রেনের জল উপছে রাস্তা নোংরা জলে ভরে যায়। কিছু জায়গায় ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েন বাসিন্দারা। কিছু এলাকায় বৃষ্টি থামার অল্প কিছুক্ষণের মধ্যেই জল নেমে যেতে শুরু করলেও বার বার বৃষ্টিতে সমস্যায় পড়েন এলাকার মানুষ।
Like Us On Facebook