টানা বর্ষণে জল জমল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিসিন কাউন্টারের সামনের বারান্দায়। জলের উপর দিয়েই স্বাস্থ্যকর্মীরা সহ হাসপাতালে আসা মানুষেরা যাতায়াত করছেন। এমনকি যে সমস্ত মানুষেরা হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, জলের ওপরে দাঁড়িয়েই তাঁদের কাউন্টার থেকে ওষুধ নিতে হচ্ছে। এমনই ছবি ধরা পড়ল পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, নিকাশি নালার সাফাই না হওয়ার জন্য প্রবল বৃষ্টিতে জল জমে যায় হাসপাতালের বারান্দায়। দীর্ঘদিন ধরে হাসপাতালের নিকাশি নালাও সাফাই করা হয় নি। তবে স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, হাসপাতালে যিনি সাফাই কর্মী রয়েছেন তিনি নিজেই জলমগ্ন হয়ে বাড়িতে আটকে গেছেন ফলে তিনি আসেননি বলেই হাসপাতালের সামনে জমা জল নিষ্কাশন করার ব্যবস্থা হয়নি এখনও। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে তাঁরা জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

Like Us On Facebook