নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার জন্য সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে বর্ধমান জেলার দামোদর নদের একাধিক ফেরীঘাট বন্ধ করে দেওয়া হল। পরিস্থিতি মোকাবিলায় দামোদর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং। ডিভিসি’র ছাড়া জলে জল থৈ থৈ দামোদর। মঙ্গলবার বিকাল পর্যন্ত পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ১ লক্ষ ২৮ হাজার ৬২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে ডিভিসি সূত্রে জানা গেছে। লাগাতার বৃষ্টির পাশাপাশি ঝাড়খন্ডেও ব্যপক বৃষ্টির ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে। জারী করা হয়েছে বন্যা সতর্কতা। ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
জানা গেছে, দামোদরের জলস্তর বাড়তে থাকায় সেচ দফতরের ইঞ্জনিয়ারদের নদীবাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বাঁধে কোন সমস্যা থাকলে তা দ্রুত মেরামত করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে গলসী ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দামোদর নদ তীরবর্তী গ্রামগুলিকে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য সর্তক করে মাইকিং করা হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে আপদকালীন অবস্থার জন্য দুটো স্কুলও তৈরী রাখা হয়েছে এবং যে কোন প্রয়োজনে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে মাইকিং-এর মাধ্যমে। জেলার কন্ট্রোল রুম নং — 8001192640/0342-2665092।
এদিন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন, দামোদরের জলাধারগুলির আপার ক্যাচমেন্ট এলাকার বৃষ্টির দিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও জেলার দামোদর তীরবর্তী সমস্ত ব্লকগুলিকে সতর্ক করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক ফেরীঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।