পুলকারের ধাক্কায় মারা গেলেন এক মহিলা। আহত হয়েছেন আরও একজন। মৃত মহিলার নাম সুমিত্রা কোলে (৩৪)। বাড়ি খাজা আনোয়ার বেড় এলাকাতেই। এই ঘটনায় গুরুতর জখম হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রশান্ত রুইদাস নামে আরও এক ব্যক্তি। তাঁর পায়ের ওপর দিয়ে পুলকার চলে যাওয়ায় গুরুতর জখম হয়েছেন তিনি।
জানা গেছে, খাজা আনোয়ার বেড় হাইস্কুলের উল্টোদিকে শ্রীনাথ ট্রাভেলসের একটি পার্কিং রয়েছে দীর্ঘদিন ধরেই। এদিন সকালে ওই পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গাড়ির প্রকৃত চালকের পরিবর্তে অন্য একজন গাড়িটি বের করতে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় ওই এলাকায় পুরসভার কল থেকে জল নেওয়ার জন্য অনেকেই উপস্থিত ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলকারটি ধাক্কা মারে সুমিত্রা কোলে এবং প্রশান্ত রুইদাসকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয়রাই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমিত্রা কোলেকে মৃত ঘোষণা করেন। এদিকে, এই ঘটনার পরই উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ওই পুলকারটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। এদিকে, এই ঘটনার পর এলাকার মানুষ অবিলম্বে ওই পার্কিংটি ওখান থেকে তুলে দেওয়ার দাবি জানান।