টানা দু’দিনের বৃষ্টি ও বাঁকা নদীতে জল ছাড়ায় জলমগ্ন বর্ধমান শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতন বালিরবাগান এলাকা। বেশ কয়েকটি বাড়ির ভিতরেও প্রবেশ করেছে বাঁকার উপচে পড়া জল। দুর্ভোগে এলাকাবাসী। সোমবার ও মঙ্গলবারের টানা বৃষ্টি, তার ওপর ডিভিসি জল ছাড়ায় বেড়েছে বাঁকা নদীর জলস্তর। আর তাতেই একেবারে নাজেহাল অবস্থা ১৯ নং ওয়ার্ডের বালিরবাগান এলাকার বাসিন্দাদের। একদিকে বৃষ্টি অন্যদিকে বাঁকায় বেড়েছে জল এতেই কার্যত এলাকা জলমগ্ন।
১৯ নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার মধ্যে দিয়েই বয়ে গিয়েছে বাঁকা নদী। এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাপ ও অন্যান্য পোকামাকড়ও ঘরে ঢুকছে বলে অভিযোগ স্থানীয়দের। আতঙ্কে রয়েছেন এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ টি পরিবার। জল পেরিয়ে যাতায়াত সহ পানীয় জল নিতে হচ্ছে বাসিন্দাদের। পড়ুয়ারাও স্কুল যেতে পারছে না বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকা সংস্কার না হওয়ার জন্যই জল ছাড়লেই এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। উল্লেখ্য, বাঁকা নদীর এই জল বাড়ার ফলে রায়নগর রেল ব্রীজের রাস্তাও রীতিমত জলমগ্ন হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন রেললাইনের দু’পাড়ের বাসিন্দারা।