আসানসোলের কোর্ট মোড়ে বেসরকারি ভলভো বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম সন্দীপ ব্যানার্জী। তিনি পেশায় রেলকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই এদিন সকালে সন্দীপবাবু কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইকে আসানসোল স্টেশনে যাচ্ছিলেন ট্রেন ধরেতে। কোর্ট মোড় এলাকায় সন্দীপবাবু রাস্তা পার হতে গেলে একটি ভলভো বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সন্দীপবাবুর বাইকে। বাইকটি বাসের নীচে ঢুকে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দীপবাবুর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে।
Like Us On Facebook