দুর্গাপুর পৌরভোটে শাসক দলের বুথ দখলের অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের কাদা রোড এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি কর্মীরা প্রতিবাদে ২ নং জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিজেপি কর্মীদের। পুলিশ বিজেপি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এরই মধ্যে প্রবল বৃষ্টি এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কে অনেকটাই সাহায্য করে।
দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, দুই পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিয়ে বন্দুক ছিনিয়ে নেয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ পুলিশের। পরে পুলিশ রুট মার্চ করে স্থানীয় একটি ঝোপ থেকে বন্দুক উদ্ধার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকা থমথমে। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ অবস্থা সামাল দেবার চেষ্টা করছে।
Like Us On Facebook