দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। বারে বারে প্রশাসনকে বলেও কিছু হয় নি। রাস্তা সংস্কারে কেউ এগিয়ে আসে নি। এগিয়ে আসে নি জেলা প্রশাসন বা ব্লক প্রশাসন। তাই শেষমেষ নিজেদের রাস্তা নিজেরাই সংস্কারের উদ্যোগ নিল গ্রামবাসীরা। ঘটনা বর্ধমান শহরের উপকণ্ঠে নাড়ীগ্রামে। নাড়ীগ্রামের পশ্চিম পাড়ার দু’কিলোমিটার মোরাম রাস্তার বেহাল দশা। গোটা রাস্তা খানা খন্দে ভরা।
বেশ কিছু দিন আগে সংস্কারের নামে মোরাম রাস্তার খানা খন্দে মাটি ফেলা হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে। আর তাতেই যেন গোদের উপর বিষফোঁড়া। দু’দিনের হালকা বৃষ্টিতে মোরামের উপর পড়ে থাকা মাটি জল পেয়ে স্বমূর্তি ধারণ করেছে। চটচটে কাদার রাস্তায় হাঁটতে গিয়ে বা চলাচল করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তার উপরেই আছে একটি প্রাথমিক ও একটি উচ্চ মাধ্যমিক স্কুল। ফলে স্কুলে যাতায়াতের পথে চরম সমস্যায় পড়ছে পড়ুয়ারাও। এদিন তাই গ্রামের বাসিন্দারা একজোট হয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন কেউই রাস্তা বেহাল দশার শাপমোচনে এগিয়ে আসে নি।