পানীয় জলের দাবিতে পাণ্ডবেশ্বরের সরপিতে মঙ্গলবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাল। গরম পড়তেই পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় পানীয় জলের হাহাকার শুরু হয়েছে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় পানীয় জল সরবরাহের জন্য কয়েকটি ট্যাঙ্কারের ব্যবস্থা করলেও সমগ্র এলাকায় সেই পানীয় জল যথেষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে এই এলাকায় কোটি কোটি টাকা খরচ করলেও পানীয় জলের কোন ব্যবস্থা না করায় পানীয় জলের দাবিতে আমাদের এই বিক্ষোভ।’ মঙ্গলবার বিক্ষোভ সামাল দেয় স্থানীয় পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। বিজেপি নেতা জিতেন চ্যাটার্জী বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে এলাকায় বিভিন্ন প্রকল্প ও মোচ্ছব হচ্ছে অথচ গ্রামবাসীদের প্রয়োজনীয় পানীয় জলের হাহাকার মেটানোর কোন ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। সরকার অবিলম্বে পানীয় জলের সুব্যবস্থা না করলে গ্রামবাসীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথই বেছে নেবে।’
Like Us On Facebook