সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, কৃষকসভার নেতা ও অবিভক্ত বর্ধমান জেলার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন উদয় সরকার। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর জীবনাবসান হয়েছে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে। গত ২০২০ সালের মার্চ মাসে কোভিডের সময় প্যানক্রিয়াটিক ক্যান্সার রোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৬ অক্টোবর বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
গতকাল বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকরা। কোমায় আচ্ছন্ন বলে খবর এসে পৌঁছায় গতকালই। অবশেষে গভীর রাত্রে প্রয়াত হলেন অবিভক্ত বর্ধমান জেলার বাম আন্দোলনের অতি পরিচিত মুখ উদয় সরকার। দলীয় সুত্রে জানা গেছে, মরদেহ প্রথমে তাঁর বর্ধমানের বাসভবনে, তারপর বর্ধমানের পার্কাস রোডে সিপিআই(এম) জেলা দফতরে সকাল ৯টা ৩০মিনিটে নিয়ে আসা হবে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য ১ ঘণ্টা মরদেহ শায়িত থাকবে জেলা দফতরে। তারপর সকাল সাড়ে দশটায় সেখান থেকে রায়নার সগড়াই পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হবে। রায়নার কামাড়গড়ে তাঁর গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। উদয় সরকারের প্রয়াণে জেলার বাম আন্দোলনে যথেষ্ট ক্ষতি হল বলেই মত নেতৃত্বের।