বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পুণ্যার্থীর এবং গুরুতর জখম ৯ পুণ্যার্থী। মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের নবাবহাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, দিন আটেক আগে বিহারের জাবুয়া জেলা থেকে একটি ম্যাটাডর ভ্যানে প্রায় ১৪ জন পুণ্যার্থী বিহার, ঝাড়খণ্ড ও বাংলার বিভিন্ন পুণ্যস্থান স্থান ঘুরতে বেরিয়েছিলেন। কালীঘাট, তারকেশ্বর ঘুরে রাজারাপ্পা হয়ে তাঁদের বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। কালীঘাট, তারকেশ্বর ঘুরে এদিন রাজারাপ্পার উদ্দেশ্যে যাওয়ার পথে বর্ধমানের নবাবহাটের কাছে পুণ্যার্থী বোঝাই ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোর ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে।