.
সরস্বতী পুজো দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কে গলসির সিমনোরের কাছে। জানা গেছে, মৃতার নাম পম্পা মুন্সী, বাড়ি গলসির পুরাতন গ্রামে। তিনি বুদবুদের একটি বেসরকারি ডিএড কলেজের ছাত্রী ছিলেন। গ্রামের বাড়ি থেকে বুদবুদের কলেজে পুজো দেখতে গিয়েছিলেন, ফেরার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যাওয়ার সময় তিনি বাসে চড়ে বুদবুদ গিয়েছিলেন, ফেরার সময় মাসির ছেলেকে ফোন করে ডাকেন তাঁর বাইকে করে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। দুপুর একটার সময় মাসির ছেলে তাঁকে মোটর বাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি গাড়ি তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে যান এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান। মাথার উপর দিয়ে বাসের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটর বাইকের চালক।