পশ্চিম বর্ধমানের আসানসোল ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী মাইথন জলাধার সংস্কারের কাজ খতিয়ে দেখতে আসেন ডিভিসি’র চেয়ারম্যান অ্যান্ড্রু ল্যাংস্টি। বুধবার তিনি জলাধারের বাঁধ ঘুরে দেখেন। তিনি জানান, মাইথন, পাঞ্চেত ও কানার জলাধারের সংস্কারের জন্য বিশ্বব্যাঙ্ক ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। জলাধারগুলির সংস্কারের কাজ দ্রুট গতিতে চলছে। ২০২০ সালের মধ্যে এই সংস্কারের কাজ শেষ হবে।
Like Us On Facebook