২ জুলাই নতুন সাজে সজ্জিত হয়ে যাত্রা শুরু করেছিল আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। আসানসোল ডিভিশনের ডিআরএম পিকে মিশ্র বিশেষ উদ্যোগ নিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যে ট্রেনটিকে নতুনভাবে সাজিয়ে তোলার ব্যবস্থা করেছিলেন। প্রথম দিনের যাত্রা শেষে ট্রেনটি কারশেডে ফিরলে ট্রেনের অবস্থা দেখে চক্ষু চড়কগাছ রেল কর্মীদের। বিভিন্ন কামরা ক্ষতবিক্ষত। কামরা থেকে উধাও বিভিন্ন সামগ্রী।

রেল সূত্রে জানা গেছে, প্রথম দিনের যাত্রা শেষে ট্রেনটি আসানসোলে ফিরলে রেল কর্মীরা দেখেন নতুনভাবে সাজানো ট্রেনের দামি স্টিলের বেসিন ও স্টিলের ট্যাপ খুলে নেওয়া হয়েছে। টয়লেটের লক ভেঙে দেওয়া হয়েছে। বায়োটয়লেটে নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে। নিজেদের হাতে নতুনভাবে সাজিয়ে তোলা ট্রেনের এই ক্ষতবিক্ষত অবস্থা দেখে মর্মাহত রেলের কর্মী-আধিকারিকরা। ক্ষুব্ধ যাত্রীরাও। কিছু দুষ্কৃতী ও একশ্রেণির অসাধু যাত্রীরা এই ভাবে সরকারি সম্পত্তি নষ্ট করায় সমস্ত যাত্রীদের বদনাম হচ্ছে। পাশাপাশি রেল ও যাত্রীদের অসুবিধার সামনে পড়তে হচ্ছে। যাত্রীরা বলেন, সুন্দরভাবে সাজিয়ে তোলা ট্রেনের পরিচ্ছন্নতা বজায় রাখতে যাত্রীদেরই এগিয়ে আসতে হবে পাশাপাশি রেলের সুরক্ষা কর্মীদেরও আরও সক্রিয় হতে হবে।

Like Us On Facebook