দুর্গাপুর পুরভোটের ভোট লুঠ, সন্ত্রাস ও বহিরাগত কান্ডে বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দোষমুক্ত করল দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জী পুরভোটে বহিরাগত কান্ডে শাসকদলের দোষ কাটাতে সাংবাদিক সম্মেলন করে পুরভোটে দুর্গাপুর অশান্ত করার চক্রান্ত সহ যাবতীয় দোষ সিপিএম ও বিজেপি কর্মীদের ঘাড়ে চাপিয়ে দেন। এদিন সাংবাদিক সম্মেলনে ভোটের দিন তৃণমূল কংগ্রেসের দুই আহত দলীয় কর্মীর পরিবারকে পাশে বসিয়ে তাদের চিকিৎসার সমস্ত দায়ভার যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিয়েছে সে কথা তুলে ধরেন তৃণমূলের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি। এদিনের সাংবাদিক সম্মেলনে পুরভোটের সন্ত্রাস, ভোট লুঠ ও দুর্গাপুর অশান্ত করার জন্য বহিরাগত কান্ড ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সাংবাদিকদের অস্বস্তিকর সব প্রশ্ন এড়িয়ে ৩৪ নং ওয়ার্ডে ইভিএম মেশিন বিজেপি কর্মীরা নষ্ট করে দেওয়ায় ৪০৪ নং বুথে পুর্ননির্বাচনের দাবি জানান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী। মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে দুর্গাপুর পুরভোটে তৃণমূলকে ভোট দিয়েছে বলে দাবি করেন তৃণমূলের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি।
Like Us On Facebook