.

পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে ব্যবহার করা পিপিই কিট পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সকালে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে পানাগড় বাইপাশের ধরেই পিপিই কিট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যবহার করা পিপিই কিট পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এই বিষয়ে নজর দিচ্ছে না তার জন্যই অ্যাম্বুলেন্সের চালকরাই এই সমস্ত কাজ করে। এগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়।

Like Us On Facebook