আগামী সোমবার থেকে পানাগড়ে শুরু হতে চলেছে উরস উৎসব তথা দানবাবার মেলা। সেই মেলা উপলক্ষে মেলা কমিটি ও বিভিন্ন দফতরকে নিয়ে কাঁকসা থানা প্রাঙ্গণে একটি বৈঠক হল। এদিন বৈঠকে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। এদিন মেলা কমিটির পক্ষ থেকে তাঁদের সুবিধা ও অসুবিধার কথা পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সবদিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা। মেলায় যাতে সুষ্ঠভাবে মানুষজন আসতে পারেন এবং সুষ্ঠভাবে মেলা সম্পন্ন করা সম্ভব হয় সে বিষয়ে পুলিশ-প্রশাসন সতর্ক থাকবে বলে আশ্বাস দিয়েছে মেলা কমিটিকে। পাশাপাশি মেলার সময় এলাকায় চুরির ঘটনা ঘটতে থাকে প্রতিবছর সেই বিষয়ে এলাকাবাসীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। জানা গেছে, আগামী সোমবার থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত এলাকায় এলাকায় পুলিশি টহল চলবে। প্রশাসনের আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসী থেকে মেলা কমিটির সদস্যরা সকলেই।
পানাগড়ের দানবাবা প্রাঙ্গণে দানবাবা ওরফে সৈয়দ পাহাড়ি শাহ-র উরস উৎসব। উৎসবকে ঘিরে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। জানা গেছে আগামী সোমবার থেকে শুরু হওয়া মেলা চলবে ১০ দিন। মেলা কমিটির সদস্যরা জানান, সব ধর্মের মানুষজন এই মেলায় ভিড় জমান। প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এই উৎসবে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মেলা।