হাওড়া-গুয়াহাটি আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। প্রায় সন্ধ্যে ৬ টা থেকে বনপাশ স্টেশনে আটকে রয়েছে আপ সরাইঘাট এক্সপ্রেস। পাশাপাশি বনপাশ স্টেশন সংলগ্ন রেলগেটও আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী থেকে নিত্যযাত্রীরা। স্থানীয় ও রেল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬ টা নাগাদ বনপাশ স্টেশন ঢোকার মুখে হঠাৎই প্যান্টোগ্রাফ ভেঙে যায় সরাইঘাট এক্সপ্রেসের। তারপর থেকে ট্রেনটি এখনও আটকে আছে। রেলের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে বর্ধমান-রামপুরহাট লুপ-লাইনে সরাইঘাট এক্সপ্রেস প্যান্টোগ্রাফ ভেঙে আটকে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।
Like Us On Facebook